অবতক খবর,১২ ডিসেম্বর: খেলার ছলে কীটনাশক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল দুই শিশু। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের শিব পাড়া এলাকায় ।।জানা যায়,যুথিকা টুডু (৪) ও দীপিকা টুডু (২) সম্পর্কে দুজন
কাকাতো বোন…..
বৃহস্পতিবার সকালে বাড়ির উঠোনে খেলতে খেলতে চা বাগনের কীটনাশক খেয়ে নেয়।।

তড়িঘড়ি বাড়ির সদস্যরা দুই শিশুকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনলে যুথিকাকে কর্তব্যরত চিকিৎসকরা শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে।।