অবতক খবর,১৫ অক্টোবর: মহালয়ার দিন খুশির হাওয়া নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত ৪ নম্বর ডানবার কুলি লাইন এলাকায়। বহু বছর আগে এই এলাকায় বন্ধ হয়ে যায় ডানবার মিল।তবে তারপর থেকেই চরম অনিশ্চয়তায় ভুগছিলেন জুট মিল লাইনের শ্রমিকরা। আজ সেই শ্রমিক মহলার ২৫ জনের হাতে তাদের বাড়ির মিউটেশনের কাগজ তুলে দিলো গারুলিয়া পুরসভা।উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং।

এছাড়াও উপস্থিত হয়েছিলেন পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বসু ও অন্যান্য নেত্রীবৃন্দ। নিজের বাড়ির মালিকানা পেয়ে শ্রমিক মহল্লার শ্রমিক রাও।