অবতক খবর,১৫ জুলাই: আজ সকালে ভাটপাড়া আর্য সমাজ মোড়ের কাছে গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিং। দুজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার গায়ে গুলি লাগে। এরপরই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ দুপুরে ধর্মেন্দ্র সিং-কে হাসপাতালে দেখতে আসেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,”অর্জুন মারের বদলা মারে বিশ্বাসী। কিন্তু আমরা মারামারি, হানাহানি চাইনা। কিন্তু অর্জুনের গুন্ডামি আমরা বরদাস্ত করব না।
রাজনৈতিকভাবেই ওকে পাল্টা দিতে হবে। খুব শীঘ্রই আমি যদি অর্জুনকে তার মজদুর ভবনের চারতলায় না উঠিয়ে দিতে পেরেছি তবে আমার নাম জ্যোতিপ্রিয় মল্লিক নয়। আমরা রাজনৈতিক প্রতিশোধ নেব। তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হবে।”
এর পাশাপাশি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, আগামীকাল আর্য সমাজ মোড় থেকে তৃণমূল কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে এই ঘটনার প্রতিবাদে একটি র্্যালি বের করবে।