অবতক খবর,১৪ জুলাই :: খুব নিন্মমানের চলেছে রাস্তা ঢালাইয়ের কাজ এই অভিযোগ এনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা তারা রাস্তার কাজ বাঁধ করে দিতে উদ্যোগী হন। সুতির ১ নম্বর ব্লকে কানপুর থেকে শুরু করে বহুতালী পর্যন্ত চলছে রাস্তা ঢালায়ের কাজ, কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি এই রাস্তা ঢালাইয়ের কাজ চললেও খুব নিন্মমানের চলেছে রাস্তা ঢালাইয়ের কাজ।

স্থানীয় বাসিন্দারা জানান ঢালাই রাস্তার দুই প্রান্তে যেখানে এক ফুট করে ঢালাই হওয়ার কথা, সেখানে রাস্তার দুই প্রান্তে সাড়ে নয় ইঞ্চি বা দশ ইঞ্চি ঢালাই হচ্ছে প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি ঢালাই কম দেওয়া হচ্ছে ফলে রাস্তা কাজ খুব নিন্মমানের চলছে বলে দাবি করছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এই ঢালাই রাস্তার কাজের সিডিউল সেই সিডিউল দেখতে চাই। রাস্তার কাজ যদি সিডিউলের সাথে না মিলে তাহলে এই ঢালাই রাস্তার কাজ শেষ হওয়ার পর আবার খারাপ হয়ে যাবে।