অবতক খবর,২৩ ফেব্রুয়ারি: জানা গেছে খড়গ্রাম থানার সাদল এলাকায় ২০১৬ সালে মাধব মার্জিত নামের এক ব্যক্তিকে গুলি করে খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতারের হলেও মূল অভিযুক্ত বাসার শেখকে গ্রফতের করতে অসফল হয় পুলিশ, বাসার সেখের বিরুদ্ধে ১০ টি ওয়ারেন্ট বের হয় এবং গতকাল রাত্রে খড়গ্রাম থানার পুলিশ বাসার সেখকে খড়গ্রাম থানার রুহীগ্রাম থেকে গ্রেফতারের করে এবং ধৃতের বিরুদ্ধে ৩০২,৩৪ আইপিসি অ্যাক্ট সহ ১০ টির বেশি মামলা দায়ের করে কান্দি মহকুমা আদালতে পেশ করা হয় ধৃত বাসার শেখকে।
কান্দি মহকুমা আদালতে দ্বিতীয় দ্রুত নিষ্পত্তি জেলা অতিরিক্ত দায়রা আদালতে পেশ করা হলে বিচারক অরিন্দম দত্ত ৬ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। বাসর সেখকে রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন বাসার সেখ।