অবতক খবর,চাঁচল: সানু ইসলাম: পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে।শুরু হয়ে গেছে কাউন্টডাউন।প্রতীক্ষার আর ২১ দিন।তারপরেই উমা আসছে ঘরে।শারদীয়ার আনন্দে মেতে উঠবে আপামর বাঙালি। বৃহস্পতিবার খুঁটি পূজার মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু করে দিলো চাঁচল নং ব্লকের কলিগ্রামের ঐক্য সম্মেলনি ক্লাব।২০ তম বর্ষে এই বছর তাদের থিম মহাকাশ গবেষণায় ইসরোর সাফল্য। পুজোর বাজেট প্রায় চার লক্ষ টাকা।মন্ডপশয্যার দায়িত্ব থাকছেন বাপ্পা ডেকোরেটর। সাবেকি ঘরানায় দেবী প্রতিমা তৈরি হচ্ছে।প্রতিমা তৈরি করছে স্থানীয় মৃৎশিল্পী হীরক নন্দী।এছাড়াও মন্ডপ ফুটিয়ে তোলার জন্য থাকছে নয়নাভীরাম আলোকসজ্জা। পূজা উদ্যোক্তারা জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কর্মকাণ্ড সারা ফেলে দিয়েছে সারা বিশ্বে।ভারতও যে মহাকাশ গবেষণায় সাফল্য পেতে পারে একসময় পশ্চিমি দুনিয়া সেটা ভাবতেই পারত না।কিন্তু ভারত আজ বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে গেছে। ভারতের প্রথম সোলার মিশন আদিত্য এল ওয়ানের সফল উৎক্ষেপন হয়েছে।কিন্তু একসময় প্রবল প্রতিকূলতার মধ্যে পথচলা শুরু করেছিল ইসরো।কিন্তু সেইসব প্রতিকূলতা কাটিয়ে আজ ভারতের মহাকাশ বিজ্ঞানীরা নতুন ইতিহাস সৃষ্টি করছে।ইসরো এই সাফল্য এবং বিজ্ঞানীদের এই কৃতিত্বকে সম্মান জানাতেই এই থিমের ভাবনা।এই থিমের মাধ্যমে মহাকাশ গবেষণায় ইসরোর সাফল্যের অতীত এবং বর্তমানের বিভিন্ন খতিয়ান তুলে ধরা হবে।তুলে ধরা হবে মহাকাশ গবেষণার বিভিন্ন তথ্য।পূজো উদ্যোক্তারা আশা করছেন এই বছর তাদের থিম নজর কাড়বে এলাকায়।সাথে এই থিম দেখে ক্ষুদে পড়ুয়ারাও অনেক কিছু জানতে পারবে।এছাড়াও পূজো উপলক্ষে থাকছে আগমনী অনুষ্ঠান এবং বস্ত্র দান কর্মসূচি।সাথে ঐক্য সম্মেলনির অন্যতম আকর্ষণ দশেরা। ক্লাবের সম্পাদক আদিত্য ব্যানার্জি বলেন,” হাতে সময় আর বেশি নেই। আবহাওয়ার কারণে খুঁটিপূজো প্রায় এক সপ্তাহ পিছিয়ে গেল। এই কম সময়ের মধ্যে সব কিছু করতে হবে। আজ থেকেই আমাদের কাছে উৎসবের শুরু।”
মন্ডপসজ্জার দায়িত্বে থাকা শিল্পী বাপ্পা ডেকোরেটর বলেন,” হাতে সময় অনেকটা কমে গেল আবহাওয়ার জন্য। কম সময়ে সমস্ত কাজ করতে হবে।এখানে ইসরোর বিভিন্ন সাফল্য তুলে ধরা হবে। সাথে থাকবে মহাকাশ গবেষণার নানান উল্লেখযোগ্য তথ্য। ছাত্র-ছাত্রীদের তো আশা করছি খুবই ভালো লাগবে।”