অবতক খবর,২৯ নভেম্বর: খাস কলকাতায় পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু। রিজেন্ট পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায় বলে জানা গেছে। ওই পুলিশ কর্মী আলিপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন।

এদিকে, পুলিশ কর্মীকে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে। প্রতিবেশীদের দাবি, পুলিশ কর্মীকে নাকি প্রায়ই মারধর করা হত। জানা গেছে, ওই পুলিশকর্মী চিকিৎসাজনিত কারণে আপাতত ছুটিতে ছিলেন। বাড়িতেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তাঁর। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত পুলিশকর্মীর স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে বেশ কিছুদিন ধরেই নার্ভের সমস্যায় ভুগছিলেন ওই পুলিশ কর্মী। হাঁটায় সমস্যা ছিল। চিকিৎসা চলছিল বাঙুর হাসপাতালে। শুক্রবার সকালে প্রতিবেশীরা জানতে পারেন শঙ্করবাবুর মৃত্যু হয়েছে। এর পরই প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, দিনের পর দিন মৃত পুলিশকর্মীর উপর অত্যাচার চালাতো তার স্ত্রী ও ছেলে। রীতিমতো মারধর করা হতো। ঠিক মতো খেলেও দেওয়া হত না বলে অভিযোগ। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা। এদিকে, পুলিশের মতে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে, খুন নাকি অসুস্থতার কারণেই মৃত্যু।