অবতক খবর,৩ জানুয়ারি: খাল থেকে ফুটবল তুলতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। যুবকের নাম রিশপ কুন্ডু বয়স কুড়ি। ঘটনাস্থলে মধ্যমগ্রাম ও রাজারহাট থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনা মধ্যমগ্রাম থানা এলাকার দিয়ারা গ্রামে।

মধ্যমগ্রাম থানা এলাকার দিয়ারা গ্রামে বিকেলে খেলার মাঠে ফুটবল খেলছিল একদল যুবক।খেলতে খেলতে ফুটবল খালে পড়ে যায়। সেই ফুটবল তুলতে গিয়ে তলিয়ে যায় এক যুবক। যুবকের নাম রিসব কুন্ডু বয়স ২০।কয়েকজন বন্ধু চেষ্টা করলেও তারা উদ্ধার করতে পারেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে রাজারহাট এবং মধ্যমগ্রাম থানার পুলিশ যায় ।প্রথমে রাজারহাট থানার পুলিশের তরফ থেকে একজন ডুবুরি নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয়। পরে মধ্যমগ্রাম থানা কে পুরো বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ এলেও এখনো পর্যন্ত কোনো ডুবুরি আসেনি বলে এলাকার বাসিন্দাদের ক্ষোভ। এখনো পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
খাল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার করল মধ্যমগ্রাম থানার পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট এর টিম।
১৭ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার হল।