অবতক খবর,২৮ ফেব্রুয়ারী: খাবারের লোভ দেখিয়ে মূখ ও বধির নাবালিকাকে (১১ বছর) ধর্ষণের অভিযোগে গ্রেফতার ছিয়াত্তর বছরের এক বৃদ্ধ । ঘটনাটি ঘটে নদীয়ার চাকদহ থানার তাতলা বাগানবাড়ি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় ওই নাবালিকাকে খাবারের লোক দেখিয়ে ডাকে বৃদ্ধ। এরপর কাছেই এক ঝোঁপের মধ্যে ওই নাবালিকার ওপর অত্যাচার করার সময় এলাকার লোক দেখতে পায়। স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে ধরে ফেলে। ক্ষিপ্ত একালাবাসী মারধর করে অভিযুক্তকে। পুলিশে খবর যায়। পুলিশ এসে আটক করে নিয়ে যায়।
পুলিশ নাবালিকার ওপর অত্যাচারের ঘটনায় পকসো আইনে মামলা দায়ের করে। ধৃতকে গ্রেফতার করে শুক্রবার কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়। যদিও অভিযুক্ত বৃদ্ধের দাবি তাকে ফাঁসানো হয়েছে। অভিযুক্ত এলাকায় রাস্তার ধারে ফল বিক্রি করে বলে জানা গেছে।