অবতক খবর :: শিলিগুড়ি :: ২৫ এপ্রিল ::   মানুষের পাশে থেকে করোনা সংক্রমণ জনিত দেশের বর্তমান পরিস্থিতির সাথে লড়তে শিলিগুড়ি ১ নং টাউন ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শ্রী সঞ্জয় পাঠক মহাশয়ের উদ্যোগে শিলিগুড়ি পুর নিগমের ১ নং ওয়ার্ডের নাগরিকদের আজ যথাসাধ্য খাদ্য দ্রব্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

তিনি জানালেন,”লকডাউন ঘোষণার পর থেকেই ভীষণ সমস্যায় পড়েছেন একটা বড় অংশের মানুষ। আমরা যতটা পারছি খাদ্য সামগ্রী দিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করছি। যতদিন লকডাউন চলবে ততদিনই মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করে যাব।” এদিন গৌতম দেব নিজে খাদ্যসামগ্রী বিতরণ করেন।