অবতক খবর :: রায়গঞ্জ :: ২০এপ্রিল :: নিজের বিধানসভা এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দিলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত।

সোমবার রায়গঞ্জ বিধানসভার ১৩নং কমলাবাড়ী গ্রাম পঞ্চায়েতের মেহেন্দিগ্রাম, বোগ্রাম মোড় এবং চন্ডীতলা এই তিন জায়গায় প্রায় কয়েক শতাধিক দুঃস্থ বাসিন্দাদের মধ্যে চাল, আলু, সয়াবিন সহ খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন মোহিত বাবু।

এদিন তার সাথে ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, কংগ্রেসের রায়গঞ্জ ব্লক সভাপতি লিয়াকত আলি সহ অন্যান্নরা। এদিন রাজ্যে র্যশন ব্যবস্থার দুর্নিতির অভিযোগ তুলে রাজ্যের খাদ্য মন্ত্রী সহ জেলা প্রশাসনের প্রতি ক্ষোভ উগড়ে দেন মোহিত বাবু। পাশাপাশি এই সংকটপুর্ন মুহুর্তে জেলায় সার্বিক র্যাশন ব্যবস্থা করা এবং সমস্যা দ্রুত মেটানোর দাবী জানানো হবে বলে জানান তিনি।









