অবতক খবর,৭ মার্চ,মালদা: বিহার থেকে বাংলায় প্রবেশের সময় গরু বোঝায় গাড়ির চালকের কাছে হাজার টাকা দাবি। টাকা না দিতে পারায় ব্যাপক মারধোর তিন সিভিক ভলেন্টিয়ারের। সেই ঘটনায় তদন্তের পর এবার তিনজনকে ক্লোজ করা হলো পুলিশের পক্ষ থেকে। খবরের জেরে নড়েচড়ে বসল পুলিশ।

প্রসঙ্গত মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মারাডাঙ্গী চেকপোষ্টের কাছে গতকাল সন্ধ্যা নাগাদ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে আগত গরু বোঝায় একটি গাড়ি কে আটকায় তিন সিভিক ভলেন্টিয়ার।তারা হাজার টাকা দাবি করে চালকের কাছে। চালক ৫০০ টাকা দিতে চাই। তারপরেই ওই লরি চালককে পুলিশ ক্যাম্পের ভেতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে তিন সিভিক। যে ঘটনা খবরে সম্প্রচারিত হতে নিন্দার ঝড় উঠে। ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

তারপরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত করে। তারপরে সাহজামাল, আশামুল হক এবং আসাদ আলী নামে তিন সিভিক কে ক্লোজ করা হয়েছে।