অবতক খবর,১৫ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:খদ্দের কে মারধরের অভিযোগে এক দোকানদারকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত পরিতোষ শেঠ মন্তেশ্বর ব্লকের পিপলন গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা গিয়েছে , পিপলন হাই স্কুল হন নিকট এলাকায় একটি দোকান রয়েছে পরিতোষের। বৃহস্পতিবার সেই দোকানে কিছু জিনিসপত্র কিনতে এসে এক খদ্দেরের সাথে বচসা হয়। বচসা চলাকালীন ঐ খদ্দেরকে সাবল দিয়ে মারধরের অভিযোগ ওঠে পরিতোষের বিরুদ্ধে।
ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান পিপলন অঞ্চলের বনপুরের বাসিন্দা আহত নাসির উদ্দিন মন্ডল। অভিযোগের ভিত্তিতে পরিতোষকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতকে শুক্রবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।