অবতক খবর,১ এপ্রিল : সোমবার বেলায় খড়দার শ্যামসুন্দর মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত এদিন পুজো দিলেন। পুজো দিয়ে অর্জুন সিং অশুভ শক্তি বিনাশের প্রার্থনা করলেন। তিনি বললেন, ভগবান শ্রীকৃষ্ণ অধর্মের বিরুদ্ধে মহাভারত করেছিলেন। ধর্মের জিতের জন্য তিনি অবতার হয়েছিলেন। ওনার জিত হয়েছিল। ধর্মের রাজ কায়েম হয়েছিল।
এটাই তিনি জানেন। দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত বলেন, মোদীজীর নেতৃত্বে তৃতীয়বার বিজেপি ক্ষমতায় আসুক। দেশের মানুষের আরও উন্নয়ন হোক। বাংলায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াক।