অবতক খবর,১৮ এপ্রিলঃ খড়দহ সংলগ্ন এলাকায় ১ নং প্ল্যাটফর্ম ও ৪ নং প্লাটফর্মে দুপাশে পড়ল মাওবাদী পোস্টার। সেই পোস্টারে লেখা বাইশে এপ্রিল কমরেড লেলিনের নামে আমাদের শপথ ফ্যাসিবাদকে গুঁড়িয়ে দাও শ্রমিক কৃষক রাজ বানাও ঘরে ঘরে বেকার বাজারে ই ভিএম ছুড়ে ফেলেএবারে জাগুন। সরকার বদল পন্ডাশ্রম বিপ্লবী রায় ওদের জম মাওবাদী লেলিনবাদী সংগঠন এর নামে লেখা পোস্টারে এলাকা ভরে গেছে, ।
তৃণমূলের দাবি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে ভয় দেখিয়ে এ ধরনের পোস্টার লাগানো হচ্ছে। অপর দিকে বিজেপির দাবি প্রশাসন যদি করা হাতে দমন না করে তাহলে এই সুযোগে মাওবাদীরা তাদের ডানা বিস্তার করবে।