অবতক খবর , সংবাদদাতা ::  সোদপুরে নিজের কাজ থেকে ফেরার সময় সোমবার দুপুরে আচমকাই বিটি রোড থেকে খড়দহ ইলেক্ট্রো স্টিল এর কাছে ধর্ম কাটায় ওজন করাতে ঢোকা একটি লরি চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মিঠুন বাসফোর নামের 26 বছর বয়সী ইছাপুর পিন কল এলাকার এক যুবকের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দীর্ঘক্ষণের চেষ্টার পর লরির চাকার তলার থেকে যুবকের দেহ বার করা সম্ভব হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে সাইকেলে করে সোদপুরের দিক থেকে ব্যারাকপুর এর দিকে আসছিল বলে জানা গিয়েছে ঘটনাস্থলে সোদপুর ট্রাফিক গার্ড পুলিশ আধিকারিক ও খড়দহ থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে লরিটি কে আটক করা হয়েছে কিন্তু চালক এর খোঁজ মেলেনি ।।