অবতক খবর,১৮ নভেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে গত ১৮ই অক্টোবর খড়দহ থানা এলাকার বলরাম হাসপাতাল সংলগ্ন এলাকার একটি কল সেন্টারে হানা দেয় খড়দহ থানার পুলিশ। সেখান থেকে অন্তর্গত একটি কল সেন্টার হানা। সেখান থেকে ১০ জনকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। আর এই কেসের গুরুত্ব ভেবে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া এই কমিশনারেটের গোয়েন্দা বিভাগকে তদন্তের দায়িত্ব দেয়।

তারপর সেই তদন্তে নেমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গোয়েন্দা বিভাগ আরো একজনকে গ্রেফতার করে ২৫ অক্টোবর। আর তাকেই গ্রেফতার করে আন্তর্জাতিক আর্থিক প্রতারণা চক্রের হদিস পায়। এরপর গত তিন দিন আগে উত্তরাখণ্ডের দেরাদুনের একটি পাঁচ তারা হোটেল থেকে আরো পাঁচজনকে গ্রেফতার করে। এই ছয়জন কে শনিবার ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পাঠানো হচ্ছে ব্যারাকপুর আদালতে।

আর এই তদন্তে পুলিশ বিদেশের প্রবীণ ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে তাদের কম্পিউটার সফটওয়্যারের এক্সেস করে তাদের একাউন্ট থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ। এই চক্র দীর্ঘ চার বছর ধরে এরা খরদহ থেকে চালাচ্ছিল বলে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এদের গোয়েন্দা প্রধান শ্রী হরি পান্ডে।