অবতক খবর,৪ মে,খড়গপুর: ময়নায় বিজেপি কর্মী খুনের ঘটনায় তৃণমূলের মিলন ভৌমিক নামে এক তৃণমূলের নেতা কে গ্রেফতার এবং ২০১৯ সালে শুভেন্দু অধিকারী বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে দেখে নেওয়ার ভিডিও কুনাল ঘোষ যে পোস্ট করেছে তা নিয়ে মন্তব্য করলেন বিজেপি সর্বভারতী সহ-সভাপতি সংসদ দিলীপ ঘোষ আজ খড়গপুর শহরের পূরিগেট এলাকায় সাব্বির দাবিতে স্থানীয়রা দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেন এবং চা চক্রকে যোগ দিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন।
ABTAK EXCLUSIVE