হাংরি আন্দোলনের অন্যতম পথিকৃৎ, সাবেকি রীতিনীতি ভেঙ্গে নয়া কবিতার কারিগর প্রতিষ্ঠান বিরোধী মলয় রায় চৌধুরী প্রয়াত হলেন, ২৬ অক্টোবর,২০২৩। তাঁকে বিনম্র শ্রদ্ধা
ক্ষুধার্ত শব্দেরা ক্রোধী হয়ে পড়ে
তমাল সাহা
নকশালী তেরিয়া ক্রোধে ভাঙচুর করবে বলে ছুটে গিয়েছিল শব্দ সমূহ
একের পর এক ভেঙে পড়ছিল পুরানো শব্দের গাঁথুনিতে তৈরি করা তথাকথিত রাজপ্রাসাদগুলি
হৃদয়ের প্রেম থাকলে শারীরিকভাবে
থেকে যায় পুরুষের জনন অঙ্গ এবং নারীদের যোনি গর্ভাশয়
ফুল বৃক্ষ নদী পাহাড়
এসবের শব্দ বিন্যাসে লিখতে লিখতে কবিতা ক্লিশে হয়ে যায়
বাজারি হাতে চলে যাবে প্রকৃতির সম্পদ
চাঁদ সূর্য সব চলে যাবে কর্পোরেটের দখলে
শব্দের দখলদারি নিতে পারে একমাত্র কবি
তিন লক্ষ শিশুর জন্ম দেবে বলে বুকের আধারে অমৃত সঞ্চিত করছে ধরিত্রীর স্তন
সভ্যতার শরীরে রক্ত পুঁজ ভেদবমি
কে লিখবে মনোরম কাব্যিক উপাখ্যান
রাস্তার উপর অবিরাম রক্তপাত
অ্যাসফল্টের কালো পিচের সঙ্গে মিশে ঘন কালো হয়ে যায়
দুর্বিনীত শব্দের নিশান নিয়ে কলমেরা দৌড়তে থাকে
শব্দেরও ক্ষুধা থাকে শব্দও পুষ্টি দাবি করে
ক্ষুধা থেকে জঠরে তৈরি হয় অগ্নিময় লাভা
ক্রোধ ক্রমাগত সৃজনশীল হতে থাকে
কবিতা ভাঙচুর শরীর দেখিয়ে মাথা তুলে উঁচু হয়ে দাঁড়ায়