অবতক খবর,১২ অক্টোবর,কেশপুর,পশ্চিম মেদিনীপুর: হাতে গোনার মাত্র কয়েকটি দিন তারপরেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো! আর দুর্গা পূজার প্রাক্কালে সবথেকে ছোট দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালেন পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের রানীয়ড় গ্রামের প্রসেনজিৎ কর। ক্ষূদ্রতম দূর্গা প্রতিমা, সম্ভবত এটাই পৃথিবীর সবচেয়ে ক্ষূদ্রতম দূর্গা প্রতিমা। যার সাইজ ৪.৫ মিমি। বিগত বছর প্রসেনজিৎ দুর্গা প্রতিমা বানিয়ে ছিলেন ৫.৫ মিমি।

প্রসেনজিৎ কর জানান, আগের বারের দূর্গা টা বানিয়েছিলাম একেবারেই কাঁচা হাতে, সেই সবে পেন্সিলের কাজ শিখছি। আমার কাজের পরিচিতির শুরুটাও হয়েছিল ওখান থেকেই। পেন্সিলের ওপর কার্ভিং করাটা কঠিন একটা কাজ, তার ওপর দশভূজা দূর্গা, কাজটা বেশ চ্যালেঞ্জের। আমি একজন বাইক মেকানিক অবসর সময় বলতে ওই রাত ১১ টার পর। রাতের বেলা প্যাঁচা র মতো চোখ খোলা রেখে ওইটুকু জায়গার মধ্যে কার্ভিং করা। একটুখানি ভুল চুখের কোনও ক্ষমা নেই। ওনেক গুলো রাত জাগার ফল এই কাজটা। সময় লেগেছে প্রায় ১৬ ঘন্টা।