অবতক খবর,১৫ মার্চ, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভাতে ডেপুটেশন দিল বিজেপি। পৌরকর্মী নিয়োগে দুর্নীতি, বিভিন্ন পৌর এলাকার উন্নয়নের কাজে কাটমানি নেওয়া সহ পৌর বোর্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো ক্ষীরপাই মন্ডল বিজেপি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রধান দুর্নীতিগ্রস্ত। তিনি বিভিন্ন উন্নয়নে স্বজন-পোষণ সহ কাটমানি ছাড়া উন্নয়ন করেন না।

এমনকি তার দলের অনেক কাউন্সিলর তার প্রতি এতটাই ক্ষুব্ধ বোর্ড মিটিংয়ে আসেন না। তিনি নানা কৌশলে তার দলের কাউন্সিলরদেরই অর্থের লোভ দেখিয়ে বাড়ি বাড়ি ঘুরে রেজুলেশন লিখে বোর্ড চালান। বিজেপির মন্ডল কমিটির সভাপতি সবুজ মজুমদার বলেন আমরা আগাম জানিয়ে চেয়ারম্যান কে ডেপুটেশন দিতে পারলাম না। চেয়ারম্যান সত্যের মুখোমুখি হতে ভয় পায়।

তাই পৌরসভার নির্বাহী অফিসার কে আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি। তিনি বিষয়গুলি দেখবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। আগামী দিনে আমাদের দাবি গুলি সমাধান না হলে বিজেপি ক্ষীরপাই পৌরসভায় বৃহত্তর আন্দোলনে নামবে।