আমিও এতদিন যা করেছি ভুল করেছি।
আমায় পাপ মুক্ত করে দিও।
হে রামলালা! আমার প্রণাম নিও।

ক্ষমা করে দিও
তমাল সাহা

ওগো আমার প্রিয়!
তোমার সঙ্গে গেল তো এতোদিন
এখন বুঝি ভুল করেছি ক্ষমা করে দিও।
উদলা গায়ের রাম দেখেছি
বক্ষদেশের ভাঁজ দেখেছি
তীর ধনু হাতে নায়ক আমার—
এখনকার হিরো।
কাল যদি আমায় পেতে চাও
সরযূ তীরে অযোধ্যাতে যেও।

ওগো আমার প্রিয়!
এ জীবনে খুব ভুল করেছি
এবার ক্ষমা করে দিও।

রামের বক্ষে প্রাণ সঁপিলাম
শীতের রাতে উষ্ণ হলাম
এতো আগুন কোথায় ছিল!
তুমি আমায় কি দিয়েছো
কি যে হল শরীরে আমার
উথাল পাথাল অঙ্গ বাহার
নিজের থেকেই চমকে উঠি
বলব পরে সব শুনিও!

ওগো আমার প্রিয়
এজন্মে আমায় ক্ষমা করে দিও!