অবতক খবর,৭ সেপ্টেম্বরঃ ক্রেডিট কার্ডের সমস্যা সমাধানের জন্য এসেছিল ফোন, সমস্যা সমাধান করতে ওটিপি দিতেই খোয়া গেছিল প্রায় দেড় লক্ষ টাকা, ঘটনার তদন্তে নেমে প্রতরনা চক্রের অন্যতম পান্ডাকে গ্রেফতার করলো বনগাঁ সাইবার থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার বনগাঁর বল্লভপুর গ্রামের বাসিন্দা মিলি মন্ডল গত জুন মাসের ১ তারিখে বনগাঁ সাইবার থানায় অভিযোগ দায়ের করে জানান তার ক্রেডিট কার্ডের সমস্যা সমাধানের জন্য একটি ফোন এসেছিল তার ফোনে। সমস্যা সমাধানের জন্য ব্যাঙ্কের নথি সংক্রান্ত যাবতীয় তথ্য দিতেই ওটিপি নাম্বার চাওয়া হয়েছিল, তিনি সেই ওটিপি নাম্বার দিতেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় দেড় লক্ষ টাকা। এই ঘটনা তদন্ত নেমে উজ্জ্বল সিংহ কে ঝাড়খন্ড পুরুলিয়া সীমান্ত থেকে গ্রেপ্তার করে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ।