অবতক খবর :: শিলিগুড়ি :: ২মে ::    বিখ্যাত ক্রীড়া সংগঠক পানু দত্তমজুদার-এর জন্মশতবার্ষিকী শনিবার অন্যভাবে পালিত হল। তাঁর জন্মশতবর্ষে তাঁরই নামাঙ্কিত জন্মশতবার্ষিকী কার্নিভ্যাল কমিটি এবং বাপন দে ফাউন্ডেশন দুঃস্থ খেলোয়াড়দের পাশে দাঁড়াল। পানিট্যাঙ্কি মোড়ের কিরণচন্দ্র ভবন থেকে ১০০ জন খেলোয়াড়দের দেওয়া হল চাল, ডাল সহ নিত্যপ্রজনীয় খাদ্যদ্রব্য। টানা লকডাউনে জেরে সাধারণ মানুষের পাশাপাশি খেলোয়াড়দের অনেকের ঘরেই খাদ্য সঙ্কট তৈরি হয়েছে। এদিন তাই সেই বেছে নেওয়া ভাবী খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন তাঁরা।

এই অনুষ্ঠানে শিলিগুড়ির একঝাঁক ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে নান্টু পাল, কুন্তল গোস্বামী, পরিমল ভৌমিক, মদন ভট্টাচাৰ্য, মনোজ ভার্মা, কমল আগারওয়াল, সৌরভ ভট্টাচাৰ্য, বাবলু তালুকদার, অমলেন্দু রাহা, অমিত সরকার, অতুনু চৌধুরী, শুভঙ্কর দাম, গৌতম গুহ, সজল বসাক, শিবনাথ ঘোষ। এছাড়া উপস্থিত বিশ্বনাথ সাহা, গৌতম দাস সহ বাপন দে ফাউন্ডেশন-এর অন্যান্য সদস্যরা। আগামীদিনেও এরকম কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে উদ্যোক্তাদের পক্ষে ভাস্কর দত্তমজুমদার জানালেন।