অবতক খবর,১ ডিসেম্বর: ক্রিকেট ব্যাট হাতে মাঠে নেমে খেলোয়াড়দের উৎসাহিত করলেন নিউ বারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য। শনিবার গভীর রাতে আচমকাই পুরসভার ২০ নং ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের আমন্ত্রণে পশ্চিম কোদালিয়া কিশোর বাহিনী প্রাঙ্গণে দিনরাতের আন্ডার আর্ম ক্রিকেট টুর্নামেন্ট উপস্থিত হয়ে মঞ্চ থেকে মাঠে নেমে ব্যট হাতে বেশ কিছু ক্ষণ ছয়টি বল খেললেন।

উপস্থিত দর্শকরা মুগ্ধ হলেন। থানার আইসি সুমিত কুমার বৈদ্য বললেন খেলতে সবারই ভালো লাগে। ব্যট বল দেখে থাকতে পারলাম ন। একটু খেললাম। আগে প্রত্যেক পাড়ায় পাড়ায় খেলা হত। ভাইয়েরা ধরে রেখেছে। বাহবার যোগ্য। বাঙালির প্রিয় প্রাণের খেলা ফুটবল। ক্রিকেটে বাংলার রাজা সৌরভ গাঙ্গুলী পদার্পণ করেছেন। মহারাজের রাজত্বে আমরা সবাই ক্রিকেটের রাজা হয়ে যাই।

সেই ক্রিকেট বাংলার অলি গলিতে। ছেলে মেয়েদের মোবাইলে আসক্তি নিয়ে আইসি সুমিত কুমার বৈদ্য জানান টেকনোলজি এখন খুবই অ্যাডভান্স হয়েছে। সবাই কে সময়ের সাথে খাপ খাইয়ে নিতে হবে। আবার মোবাইল বাদ দিয়ে চলতে পারব না। শরীরচর্চার খেলাধূলোর সাথে এটা অত্যাবশ্যক। এটা তো অবশ্যই লাগবে। খেলায় স্পোর্টস ম্যান শিপ অবশ্যই বজায় থাকবে। ছেলেদের প্রয়াস সাধুবাদ যোগ্য। খেলোয়াড়দের হাতে সুদৃশ্য পুরষ্কার তুলে দিলেন আইসি ।ছিলেন থানার এসআই শুভম সরকার, সহ অন্যান্য রা।