অবতক খবর,১৭ ডিসেম্বর,মালদা:- ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তির পরিবারের সাথে দেখা করলেন প্রশাসনের আধিকারিক সহ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। বেশ কিছু সরকারি সহযোগিতা তুলে দেওয়া হলো প্রশাসনিক আধিকারিকদের তরফে। রতুয়া দুই ব্লকের মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকার বাসিন্দা রাকিব আক্তার। ক্যান্সার রোগে বর্তমানে তিনি আক্রান্ত।
তার পরিবারের সাথে দেখা করতে পৌঁছল রতুয়া দুই ব্লকের বিডিএমও কুলদীপ নিন্দ সাথে ছিলেন মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি নইমুদ্দিন আহমেদ ছাড়াও অন্যান্যরা। পরিবারের এই কঠিন পরিস্থিতিতে ১০ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি বেশ কিছু সরকারি ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। যাতে করে পরিবারের পাশে দাঁড়ানো যায় সেক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার বার্তাও রাখা হয়, প্রশাসনিক আধিকারিকদের তরফে।