অবতক খবর,১৭ নভেম্বর: বর্তমান সময় প্রত্যেক ঘরে ঘরে মানুষের কাছে রোগ হয়ে উঠেছে জীবনের একটি নিত্য সঙ্গী, তা অনেক মানুষের কাছে চিন্তার কারণ আবার অনেকের কাছে অবহেলারও কারণ। চিকিৎসকদের মতে এই রোগগুলি অবহেলার কারণে ভবিষ্যতে ক্যান্সার নামক মারণ রোগে পরিণত হয়, তবে তা শুরুতে সঠিক চিকিৎসার দ্বারা ঠিক হওয়া সম্ভব, কিন্তু ক্যান্সার নামক রোগের সঠিক চিকিৎসা এখনো সম্পূর্ণ রূপে আবিষ্কার হয়নি, এই নিয়ে এখনো গোটা বিশ্বে তা গবেষণা চলছে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (WHO) মতে ক্যান্সার হল বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেসনের ২০২০ সালের রেকর্ড অনুযায়ী গোটা বিশ্বে ১০ মিলিয়ান রোগীর মৃত্যুর কারণ হলো একমাত্র ক্যান্সার ।

নিউইয়র্ক টাইমস পত্রিকার রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে ১৩ শতাংশ মানুষের ক্যান্সারের মূল কারণ হলো দেহে থাকা ব্যাকটেরিয়া এবং ভাইরাস । আবার অনেক সময় দেখা যায় ক্রনিক ভাইরাল ইনফেকশন দ্বারা পাচনতন্ত্র এবং লিভারে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করে, পরে সেই রোগটি ক্যান্সারের রূপ ধারণ করে।

ক্যামব্রিজ এ illumina কোম্পানির বিজ্ঞানী মিঠুন সাঁতরা ও তার বিজ্ঞানীর দল সহ বিগত কয়েক বছর ধরে ক্যান্সার নামক রোগ টিকে প্রাথমিক পর্যায়ে ধরার জন্য যন্ত্রের আবিষ্কার করছে, যে যন্ত্র কিনা ক্যান্সারের শুরুতেই একদম প্রাথমিক পর্যায়ে চিকিৎসকদের ধরতে সাহায্য করবে এর ফলে ক্যান্সার নামক রোগকে দমন করা আরো সহজ হয়ে উঠবে।

বিজ্ঞানী মিঠুন সাঁতরা প্রায় ১৪ থেকে ১৫ বছর গবেষণার সাথে যুক্ত এবং সেই গবেষণার অভিজ্ঞতাতে তিনি জানিয়েছেন , যেকোনো টক্সিক কেমিক্যাল খাদ্যনালীর মাধ্যমে অথবা খাবারের মাধ্যমে পাচনতন্ত্র পৌঁছে পাচনতন্ত্র থাকা গাট ব্যাকটেরিয়াকে ক্ষতি করতে শুরু করে, এইসব ক্রিয়ার কারণে সেই কেমিকাল গুলি দেহের ডিএনএর (DNA) সাথে মিলিত হয়ে ডিএনএ কে মিউটএন্ট করে তোলে তাকে বিজ্ঞানের ভাষায় ক্যান্সার বলে।

নিউইয়র্ক স্বাস্থ্য অধিদপ্তর (New York State Department Of Health) অনুযায়ী ক্রনিক ডিসিজ অর্থাৎ দীর্ঘস্থায়ী রোগ হল ক্যান্সারের মূল কারণ। নিউইয়র্ক রাজ্য প্রায় ৪০ শতাংশ তরুণ সমাজ এই রোগে আক্রান্ত , শুধু তাই নয় এর মধ্যে বেশিরভাগ রোগী ক্রনিক রোগের থেকে ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত যেমন হার্ট স্ট্রোক, ডায়াবেটিস,কিডনি কাজ না করা ।

জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় (National Ministry Of Health) গবেষণা অনুযায়ী পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাওয়া, নিয়মিত ব্যায়াম করা তে গাট ব্যাকটেরিয়া এবং তার সাথে পাচনতন্ত্র কে শক্তিশালী করে তোলে ফলে দেহে ক্রনিক রোগ বাস করতে পারে না । ফলে ক্যান্সার,হার্টের রোগ,স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি হ্রাস ( Short Term Memory Loss) হওয়ার কোন সম্ভাবনা থাকে না। বর্তমান সময় এই ভাবে সুস্থ জীবন এবং তার সাথে রোগ মুক্ত জীবন পাওয়া সম্ভব।

Written By – Ayan Chatterjee