রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: সম্প্রতি দেশের ভিন্ন প্রান্ত থেকে রাজ্যে ফিরছে পরিযায়ী শ্রমিকেরা। তাদের ফেরার পর অনেক জেলাতে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই এই শ্রমিকদের প্রতিটা জেলার মতো হাওড়া জেলাতেও প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টার। সেই কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে চূড়ান্ত অব্যবস্থার চিত্র যেমন সামনে এসেছে। ঠিক তেমনি ওই কোয়ারেন্টাইন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকেরা রাস্তায় বিক্ষোভ দেখিয়েছেন।
গতকাল ডোমজুর এলাকাতেও কোয়ারেন্টাইন সেন্টার নিয়েও বিক্ষোভ হয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়িও ভাঙচুর করা হয়। সেই প্রসঙ্গে আজকে মুখ খোলেন ডোমজুড়ের বিধায়ক ও রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জী। তিনি বলেন বাইরের রাজ্য থেকে যেভাবে পরিযায়ী শ্রমিকেরা এসেছে। তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে দিতে হবে। তাদের অন্যত্র যাওয়ার জায়গা নেই। তাদের মাধ্যমে যাতে সংক্রমণ না ছড়াতে পারে। মানুষকেও বোঝতে হবে যে যারা বাইরে ছিলেন তাদের মধ্যে বাড়ি ফেরার তাগিদ ছিল। তারা এতদিন বাইরে আটকে পড়েছিলেন। তাই তাদের কে ফিরিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হচ্ছে যাতে সংক্রমণ না হয়।
সাধারণ মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে। সেই সুযোগ নিয়ে কেউ কেউ রাজনৈতিক উদেশ্য নিয়ে অশান্তি গন্ডগোল ছড়াতে চাইছেন এটা ঠিক কাজ নয়। এটা মানুষ উপলব্ধি করবেন। পাশাপাশি মন্ত্রী দাবি করেন এই বিষয়ে প্রশাসনকে করা নির্দেশ দেওয়া হয়েছে যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদের রাজনৈতিক পরিচয় না দেখে ব্যাবস্থা নেবে।