অবতক খবর :: শিলিগুড়ি :: ৬ মে :: শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যামন্দিরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো বহিরাগত কিছু মানুষকে। গত তিনদিন ধরেই ওই জায়গাতে বসবাস করছিলো কোয়ারনটাইনে রাখা ব্যক্তিরা। কিন্তু নিয়ম পালন করা তো দুরের কথা রীতিমতো খামখেয়ালির ছলে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো তারা। আবার কখনও গাছে উঠে, কখনও বাইরে গিয়ে এলাকার আশেপাশের লোকেদের মনে আতঙ্কের সৃষ্টি করছিলো। অবশেষে তিতিবিরক্ত হয়ে আজ সকালে এলাকার আশেপাশের মানুষ প্রশাসনকে খবর দেয়। পরে পুলিশ এসে ওই কোয়ারেন্টাইনে থাকা মানুষদের বুঝিয়ে তাদের ঠিকানায় পৌছে দেয়।









