সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: ২জুন ::   শীতলকুচি ব্লকে ১১টি কোয়ারান্টাইন সেন্টারে ভীন রাজ্য থেকে আসা পরিযায়ীদের রাখা হয়েছে। গতকালের হিসেবে অনুয়ায়ী সর্বমোট ৫৫৮জন আবাসিক এই সেন্টার গুলিতে রয়েছেন। এরা সকলেই ভীন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক। আজ মঙ্গলবার গোসাইরহাট বিএড কলেজের কোয়ারান্টাইন সেন্টারের মেইন গেটের ভেতরে আবাসিকদের বিক্ষোভরত অবস্থায় দেখা যায়। সেখানে টহলরত পুলিশ অফিসারকে পেয়ে তারা বিক্ষোভ দেখান।

তাদের অভিযোগ, সেন্টারে যে পরিমাণ ভাত দেওয়া হয় তা দিয়ে তাদের পেট ভরে না। টয়লেট বাথরুম ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। খাবারের থালাবাটি পরিষ্কার করা হয় না ইত্যাদি ইত্যাদি। কিন্তু আবাসিকদের এই অভিযোগ মানতে নারাজ শীতলকুচি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গ্যালপো ওয়াঙচুক ভুটিয়া (বিডিও)। তিনি বলেন, আবাসিকদের জন্য কলেজের মাঠে স্পেশাল ভাবে টয়লেট বাথরুমের ব্যবস্থা করা আছে।

এছাড়াও কোয়ারান্টাইনের আবাসিকদের অভিযোগ, চৌদ্দদিন হয়ে গেলেও তাদের বাড়িতে পাঠানো হচ্ছে না। তাদের বক্তব্য, এখানে আমাদের যেভাবে থাকতে হচ্ছে, তাতে হয়তো আমরা সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়বো। আবাসিকদের জোড়ালো আপত্তি ” আমাদের বাড়িতে যেতে দেওয়া হউক”।

শীতলকুচি হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক শম্ভু অধিকারী (বিএমওএইচ) জানান, যে সমস্ত কোয়ারান্টাইন আবাসিকের সোয়াব স্যাম্পল নেওয়া হয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত ১৪দিন হলেও তাদের কোয়ারান্টাইন থেকে ছাড়ানো সম্ভব নয়।