রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: গত সোমবার থেকে চালু হয়েছে আনলক-১। সেই মতো কোনটাইন্টমেন্ট জোন ছাড়া বহু বাস, অটো, ট্যাক্সি রুটে চালু হয়েছে বাস-ট্যাক্সি এবং ফেরি পরিষেবা। সরকারি এবং বেসরকারি বাসে চেপে কর্মক্ষেত্রে যাওয়ার ভিড় বাড়ছে। তাই বাসের ওপর ভরসা না করে নিত্যযাত্রীদের একাংশ অফিস যাচ্ছেন সাইকেলে চেপেই। বৃহস্পতিবার অফিস টাইমে হাওড়া ব্রিজের দেখা গেল এমনই ছবি।

হাজার হাজার নিত্যযাত্রী কর্ম ক্ষেত্রে যাচ্ছেন সাইকেলে চেপে। লকডাউন এর আগে এইসব নিত্যযাত্রীরা বাসে এবং লোকাল ট্রেনে চেপে অফিস যেতে অভ্যস্ত ছিলেন। পাশাপাশি হাওড়া ব্রিজে সাইকেল চালানোয় নিষেধাজ্ঞা আছে প্রশাসনের তরফে। তাই সাইকেলে চেপে অফিস যাবেন এমনটা কোনদিন ভাবেনি তারা। এতে হয়তো কিছুটা পয়সা বাঁচত তবে ঘড়ি ধরে অফিসে পৌঁছাতে হলে বাসযাত্রা কেই শ্রেয় বলে মনে করতেন তারা। কিন্তু গত কয়েক দিনের মতো আজও দেখা গেল সাইকেল ই তাদের ভরসা যোগাচ্ছে।
নিত্যযাত্রীরা জানাচ্ছেন, বাসের ভিড়ের চাপে করোনায় সংক্রমিত হতে পারেন তারা। তাই একটু কষ্ট হলেও সাইকেলে যেতেই তাদের মন্দ লাগছে না। যেহেতু বাস পরিষেবা এখনো পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক নয় তাই বাড়ি ফেরার সময় বাস পাবেন কিনা তার নিশ্চয়তা নেই। বাড়ি ফেরার এই অনিশ্চয়তা থেকেও মুক্তি দিচ্ছে সাইকেল যাত্রা। তাঁরা জানাচ্ছেন, পুলিশের আপত্তি না থাকলে তারা এভাবেই আগামী দিনগুলি যাতায়াত করতে চান।
উল্লেখ্য, বেজিং সহ চীনের বড় বড় শহরের রাস্তায় সাইকেল চালানোর আলাদা লেন থাকে। এবং সে দেশের নাগরিকরা সাইকেল চালিয়ে অফিস যাতায়াত করতে পছন্দ করেন। আর কে না জানে সাইকেল দূষণহীন যান। সেই সঙ্গে স্বাস্থ্যের পক্ষে ভালো তো বটেই। তাই আগামী দিনে কলকাতার রাস্তায় সাইকেলের সংখ্যা বাড়ে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না।









