চলে গেলেন কিংবদন্তি শিল্পী বহুমুখী প্রতিভার অধিকারী সৌমিত্র চট্টোপাধ্যায়। বিশ্বের নিপীড়িত লাঞ্ছিত মানুষদের জন্য রেখে গেলেন দুটো উল্লেখযোগ্য স্লোগান— ফাইট কোনি! ফাইট! আরেকটি হলো, দড়ি ধরে মারো টান/ রাজা হবে খান খান।

কোনি! ফাইট!
তমাল সাহা

অপুর সংসার থেকে আজও অপরাজিত–
তুমি কি সত্যিই এবার বিজিত?
মানিক-দার কাছে যাচ্ছো কি তুমি?
এই তপসে!
ফেলুদা কোন তদন্তে ছাড়ছে মর্ত্যভূমি?

নাম জীবন নাটকে দেখিয়েছ
জীবনের ইস্তাহার
রাজাও তো হয়েছ তুমি কিং লিয়ার!
আতঙ্ক-এ কি তুমি ভয় পেয়েছিলে?
‘আপনি কিছু দেখেন নি মাস্টার মশাই!’
হীরক রাজার দেশে-র উদয়ন পণ্ডিত
প্রতিশোধ নিয়েছিলে তাই।
গণশত্রু চিনিয়েছিলে তুমি,
গেয়েছিলে মানবের জয়গান–
দড়ি ধরে মারো টান
রাজা হবে খান খান!

ক্ষিদ্দা! ক্ষিদ্দা!
কে বলবে কোনিকে–
ফাইট! কোনি ফাইট!
চলচ্চিত্র,নাটক, কবিতা, আবৃত্তিতে
তোমার কী দারুণ মার্চপাস্ট–
লেফ্ট! রাইট! লেফ্ট! রাইট!

আমি কোনি, এখন এইখানে
তোমার পাশে, হয়ে গেছি অনেক বড়ো!
আমি বলছি, ক্ষিদ্দা! ফাইট এন্ড ফাইট, লড়াই করো…

যোদ্ধার একচল্লিশ দিনের অসমসাহসিকতার লড়াই শেষ।
সুইমিং পুলের সমস্ত জল
এখন কোনির চোখে টলমল!