কোচবিহার জেলা পুলিশের বড়ো সাফল্য,আগ্নেয়াস্ত্র সহ আটক ৩ June 29, 2022 Facebook WhatsApp Telegram অবতক খবর,২৯ জুনঃ কোচবিহার জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বিহার থেকে আসা ৩ ব্যক্তিকে আটক করেছে। ধৃত ব্যক্তিদের থেকে ৫টি দেশী আগ্নেয়াস্ত্র এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। অস্ত্র আইনে মামলা শুরু হয়েছে। RELATED ARTICLESMORE FROM AUTHOR আদিবাসীদের প্রকৃতির পুজোকে মান্যতা দিয়ে করম পুজায় মেতে উঠলো উত্তর ২৪ পরগনা জেলার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দেবক অধিবাসী সমাজ কল্যাণ পরিষদ কন্যা দিবসঃ পিতা পুত্রীর কথোপকথন/তমাল সাহা এনআরএস হাসপাতাল থেকে গ্ৰেপ্তার ২