অবতক খবর,১৬ ডিসেম্বর: দীর্ঘ ১২ বছর পর কয়থা সমবায় সমিতির নির্বাচনে বাম- কংগ্রেস জোট জয়লাভ করলো। উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ নির্বাচন বহুদিন ধরে আটকে ছিল , গতকাল অর্থাৎ রবিবার সেই গুরুত্বপূর্ণ নির্বাচনের ভোট হয়।

তবে সন্ধ্যা হতেই জানা যায়, এই নির্বাচনে বাম কংগ্রেস জোট জয়লাভ করেছে, আর তাতেই খুশির হাওয়া মিলেছে বাম কংগ্রেস কর্মীদের মধ্যে। এদিনের এই নির্বাচনে তৃণমূল পেয়েছে ১৭ টি আসন আর বাম কংগ্রেস জোট পেয়েছে ২০ টি আসন ।

এই জয়ের জন্য নলহাটি 1 নম্বর ব্লকের অন্তর্গত কয়থার সমস্ত বাম কংগ্রেসের কর্মীদের হার্দিক অভিনন্দন জানিয়েছেন বাম- কংগ্রেস নের্তৃত্ব। তবে কেষ্ঠ কাজল জেলায় হাসির মুখ ফুটল এবার বাম কংগ্রেসের।