অবতক খবর,২২ মার্চ,কেশপুর,পশ্চিম মেদিনীপুর: একাধিক দাবি দাবা নিয়ে ব্লক উন্নয়ন আধিকারিক এর কাছে স্মারকলিপি প্রদান করলেন, কেশপুরের ১৫ টি অঞ্চল এবং ব্লকের MGNREGA এর কন্টাকচুয়াল কর্মীরা। স্মারকলিপি প্রদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, ১৪ নম্বর অঞ্চলের কর্মী শান্তনু দে জানান, দীর্ঘ ১৫ বছর ধরে কর্মরত MGNREGA এর প্রকল্পের অধীনে ব্লকও পঞ্চায়েত তরে। বিভিন্ন সময় নির্বাচনের কাজও তাদেরকে করতে হয়েছে, ব্লক প্রশাসনের সাথে। বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কন্ট্রাকচুয়াল কর্মীদের সান্মানিক ভাতা বৃদ্ধি হলেও, MGNREGA র কন্ট্রাকচুয়াল কর্মীদের সান্মানিক ভাতা বৃদ্ধি হয়নি।
অপরদিকে কেশপুর ব্লকের কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ভাস্কর ধাওয়া বলেন, পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময় বিজ্ঞপ্তি জারি করলেও আমাদের এখনো সান্মানিক বৃদ্ধি হয়নি। একাধিক বার আমরা আমাদের দাবি দাবা নিয়ে বিভিন্ন দপ্তরে আমাদের স্মারকলিপি প্রদান করেছি, তাতেও কোন সুরাও হয়নি। তাই আজকে আবারও কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক এর দপ্তরে আমরা সারক লিপি প্রদান করলাম, যাতে আমাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়। ব্লক উন্নয়ন আধিকারিক, ঊর্ধ্বতনতা কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলেও জানান ভাস্কর ধাওয়া মহাশয়।