অবতক খবর,২ আগস্ট,কেশপুর: মাঠের জল নদীতে নামানোর জন্য খাল তৈরি করা হয়েছিল। ভারী বর্ষণের ফলে নদীর জল খাল দিয়ে মাঠে পৌঁছে গিয়েছে। যার ফলে জলের তলায় প্রায়ই কয়েক সুবিধা ধানের জমী। ধান চাষে অনেকটাই ক্ষতি হবে মনে করছেন কেশপুর ব্লকের চাষিরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ২ নম্বর অঞ্চলের আকমুড়া গ্রামে। এলাকার কৃষক সন্দীপ ভান্ডারী জানান, খাল রয়েছে তবে দীর্ঘদিন সংস্কার এর অভাবে এলাকায় জল জমে বন্যার সৃষ্টি হচ্ছে! যার ফলে নদীর জলে ভাসছে ধান চাষের জমি! চিন্তার ভাঁজ চাষিদের কপালে।