অবতক খবর,কেশপুর,পশ্চিম মেদিনীপুর: কিসমত জগন্নাথপুর সার্বজনীন দুর্গাপূজার থিম দিল্লির লালকেল্লা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের একেবারে প্রত্যন্ত গ্রামে এই পুজো অনুষ্ঠিত হয়। এই বার ১৫ তম বর্ষে পদার্পণ করলো পুজো। সম্পূর্ণ পুজো মণ্ডবটি সাজিয়ে তোলা হয়েছে দিল্লির লালকেল্লা কে অনুসরণ করে। থার্মোকল দিয়ে গড়ে তোলা হয়েছে মন্ডপ সজ্জা। পাশাপাশি পরিবেশ রক্ষার কথা মাথায় ভেবে মঞ্চের সামনে প্রচুর গাছের চারা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।

আজ অর্থাৎ সৃষ্টির দিন সন্ধ্যেবেলায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের হাত ধরে উদ্বোধন হবে এই পুজো মণ্ডপের। পুজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ বড়দোলই জানিয়েছেন গ্রামের মানুষ তো সবাই দিল্লি গিয়ে লালকেল্লা দেখে আসতে পারেনা, তাই গ্রামের মানুষকে উপহার দেওয়ার জন্যই এবারের পূজোয় আমরা দিল্লির লালকেল্লা থিম বেছে নিয়েছি।