অবতক খবর,৫ নভেম্বর,কেশপুর: কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত আমনপুর পল্লী উন্নয়ন সংঘের পরিচালনায় ৩ দিন ব্যাপী নক-আউট ফুটবল প্রতিযোগীতা। রবিবার ছিল এই ফুটবল প্রতিযোগীতার চূড়ান্ত ফাইনাল খেলা। এদিনের খেলায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত ও শিউলি সাহা, বিশিষ্ঠ সমাজসেবী প্রদীপ লোধা, ধারা ভাস্যকার দিলীপ অধিকারী, ম্যাচ গুরুদাস মণ্ডল ও তার টীম। তিন দিনের এই ফুটবল প্রতিযোগিতায় দর্শক ছিল প্রায় ২০ হাজার।

মন্ত্রী এসে ধন্যবাদ জানিয়ে গেলেন ক্লাবের কর্মকর্তাদের। একেবারে প্রত্যন্ত গ্রামে এই ধরনের ফুটবল খেলা আজও যে হয় তা দেখে তিনি অভিভূত। এই ফুটবল খেলা দেখে গ্রাম বাংলার সাধারণ মানুষ আনন্দ উদ্দীপনায় মেতে উঠেন। চূড়ান্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে আঁধারনয়ন মুজাহিদ স্পোটিং ক্লাব বনাম মগরা ঐক্য সম্মিলনী। বিজয়ী হয়েছে মগরা ঐক্য সম্মিলনী।