অবতক খবর,১৫ সেপ্টেম্বরঃ আর কয়েকদিন পরেই বিশ্বকর্মা পুজো। কেমন হচ্ছে প্রতিমা বিক্রি। কেমনই বা আছে হস্তশিল্পের কর্মীরা।তা জানতেই আমাদের সংবাদ কর্মীরা ঘুরে দেখলেন মুর্শিদাবাদ জেলার ফরাক্কার মহাদেবনগর পালপাড়া গ্রাম সেই সাথে কথা বললেন হস্তশিল্পীদের সঙ্গে।তারা জানালেন তেমন ভাবে বেচাকেনা নেই, যদিও কিছু প্রতিমার ওয়াডার পাওয়া গেলেও মুনাফা পরিমান কম হওয়ায় খুব কষ্টেই কাটছে দিন।সরকারি ভাবে কিছু সাহায্যের আর্জি করেন শিল্পী।তিনি বলেন যেমন ভাবে সরকার পুজো মন্ডপ গুলোকে অনুদান দিচ্ছে ঠিক সেই ভাবেই হস্তশিল্পীদের কিছু সাহায্য করলে খুব ভালো হত।

উল্লেখ্য ,মুর্শিদাবাদ জেলার ফারাক্কার পাল পাড়ায় বহু হস্তশিল্পীদের বসবাস তাদের মূল কাজ প্রতিমা সহ বিভিন্ন হাতের কাজ।কিন্তু দিনের দিন বহু ডিজিটাল হওয়ায় ও অত্যাধিক মুলবাজারে তেমন ভাবে মুনাফা হচ্ছেনা তাদের।