অবতক খবর ,কলকাতা : মহাশ্বেতা দেবীর সেই আদিবাসী-লড়াই এবার বড় পর্দার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে গার্গী রায়চৌধুরীকে।এছাড়া তিনি এর আগে ছোট পর্দায় মহালয়ার চরিত্রে কাজ করছেন। মহাশ্বেতা দেবীর আন্দোলন ও আদিবাসীদের জন্য তিনি নিঃস্বার্থ ভাবে কাজ করে গিয়েছেন, তাই এই আদিবাসী অভিনয় তুলে ধরবার চেষ্টা করবেন গার্গী রায়চৌধুরী।আদিবাসীদের নিয়ে মহাশ্বেতা দেবীর লেখা বাঙালিরা সেভাবে মনে রাখেনি। এমনকী তার প্রাপ্য স্বীকৃতিও টুকু দেয়নি। তাই নিজের জীবনে নিয়ে তিনি আজীবন লড়াই করে গিয়েছেন।
Holly Bolly Tolly