অবতক খবর,৩১ ডিসেম্বর: যেটা আলিপুর পশু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে সুস্থই রয়েছে জিনাত। তবে খাওয়ারে বেশ অনীহা রয়েছে তার। খাবার ঠিক ঠাক করে খাচ্ছে না । তবে চিকিৎসকদের মতে এতে ভয়ের কোনো কারন নেই। যেহেতু অনেকটাই পথ অতিক্রম করে এসেছে টানা 9 দিন এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে ঘুরে বেড়িয়েছে ফলে অনেকটাই ক্লান্ত।
তাই খাবারের প্রতি অনীহা রয়েছে। গতকালই একটি ৩ জন চিকিৎসকের মেডিকেল টিম গঠন করা হয়েছে। যারা পর্যবেক্ষণে রাখছে জিনাত কে। ইতিমধ্যেই ওড়িশা থেকে একটি টিম গতকাল কলকাতায় এসেছে। দুই রাজ্যের মিলিত সম্মেলনে কড়া নজরদারিতে রয়েছে জিনাত । ৭-৮ দিন পর্যবেক্ষণের পরেই তাকে আবারও সিমলিপাল জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।