অবতক খবর :: শিলিগুড়ি :: ৮ জুন ::    কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নিতীর প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনে সরব অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন। সোমবার এনজেপি এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের পক্ষ থেকে এডিআরএম অফিসে সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়।

সংঠনের শাখা সম্পাদক সৌম্যদীপ কর্মকার জানান, কেন্দ্রের শ্রমিক বিরোধী নিতীর প্রতিবাদে দেশজুড়ে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের পক্ষ থেকে ১-৬ জুন প্রতিটি রাজ্যে সচেতনতা সপ্তাহ পালন করা হয়েছে। ৮ জুন দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহন করা হল।

তিনি আরও জানান, কেন্দ্র যদি শ্রমিক স্বার্থে তাদের নিতী পরিবর্তন না করে তাহলে আগামীতে দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।