১লা ফেব্রুয়ারী: কেন্দ্রীয় বাজেট নিয়ে শুরু তরজা। সাধারণ মানুষ থেকে শাসক দল কেওই খুশিনন বর্তমান বাজেটে। কর্মসংস্থান নেই, আয়কর ছাড় বিষয়েও বড়োলোক আরও বড়োলোক হবে গরিব আরও গরিব মন্তব্য শাসক দলের। বিদ্যালয়ে বর্ডব্যান্ড প্রসঙ্গে শিক্ষক রা জানাচ্ছেন এর আগেও এই পরিষেবা দেওয়া হয়েছে।
তার থেকে বেশি ছাত্র ছাত্রী দের পড়াশোনার জন্য যদি এই পরিসেবা চালু করা যায় তাহলে শিক্ষার উন্নতি হবে আর সাধারণ ভাবে এই পরিষেবা দিলে বিদ্যালয়ের কাজে লাগবে তবে শিক্ষার ক্ষেত্রে বা ছাত্র ছাত্রীদের বিশেষ কোনো লাভ হবে না।অপরদিকে কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়ে ঐতিহাসিক বাজেট বলে মন্তব্য বিজেপির। তবে শাসক দল কে কটাক্ষ করে বিজেপির মত আগে পড়াশোনা করুন তার পর বাজেট নিয়ে কথা বলবেন।