অবতক খবর,১০ নভেম্বর: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে কাজের টাকা আটকে রাখার জন্য আগামী দিনে বৃহত্তর আন্দোলনের বার্তা জানিয়ে হরিশ্চন্দ্রপুর ২ নং তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠক করা হল। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন,হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের ২ নং ব্লক সভাপতি তাবারক হোসেন, তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর সহ ব্লক তৃণমূল যুব সভাপতি মনিরুল ইসলাম।
এদিনের এই সাংবাদিক বৈঠকে যুব সভাপতি মনিরুল ইসলাম জানান আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারের কাছে এই বার্তা পৌঁছে দিতে চায় সাধারণ মানুষের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত রেখে রাজ্যের পুরো অর্থনৈতিক পরিকাঠামোকে দাবিয়ে রাখা হচ্ছে। সাধারণ মানুষ এই টাকা পেলে সাথে অর্থনৈতিক পরিকাঠামো উন্নত হবে। আগামী দিনে সাধারণ মানুষ এই টাকা না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।