অবতক খবর,৬ নভেম্বর: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে পথসভা করে বিক্ষোভ দেখালো হরিশ্চন্দ্রপুর মশালদহ অঞ্চলের তৃণমূল কংগ্রেস। এদিন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মশালদহ অঞ্চলে বাজার এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জহিরুদ্দিন বাবর, তৃণমূলের দু নম্বর ব্লক যুব সভাপতি মনিরুল ইসলাম সহ আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন এই সভা থেকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদের তীব্র খুব উপরে দেন তৃণমূল নেতারা। তারা দাবি করেন কেন্দ্রীয় সরকার রাজ্যের গরিব মানুষদের পেটে লাথ মারার জন্য ১০০ দিনের টাকা থেকে শুরু করে জিএসটি সহ অন্যান্য পাওনা টাকা আটকে রেখে দিয়েছে।

তারপরে রাজ্যে সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছে। অবিলম্বে কেন্দ্রের কাছ থেকে পাওনা টাকা না পাওয়া গেলে তারা বৃহত্তর আন্দোলন নামবেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। এ প্রসঙ্গে তৃণমূলের যুব সভাপতি মনিরুল ইসলাম বলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে এক থেকে দশ তারিখ পর্যন্ত আমরা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথসভা এবং বিক্ষোভ সমাবেশ করব। কেন্দ্র সরকার ইচ্ছা করে আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকার তৃণমূল সরকারকে অপদস্ত করতে সমস্ত রকম কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দিয়েছে। অবিলম্বে এই বরাদ্দ প্রদান না করা হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের সামিল হব।