অবতক খবর,৯ জানুয়ারি: কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এমপাওরমেন্ট এর পক্ষ থেকে উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরে বনগাঁ লোকসভার প্রতিবন্ধীদের বিভিন্ন সরঞ্জাম দিলেন শান্তনু ঠাকুর। এদিন ঠাকুরনগর তালতলায় আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে ব্যাটারি চালিত ভ্যান ও হাতে চালিত ভ্যান তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। প্রায় সাড়ে তিনশো মানুষকে এদিন এই সরঞ্জাম দেওয়া হয়। সরঞ্জাম পেয়ে খুশি বিশেষ ভাবে সক্ষম মানুষেরা। তারা বলছেন এত দিন তাকে বাড়ির বাইরে বেড়তে অন্যের সাহায্য নিত হত। এখন নিজের ইচ্ছে মত বাড়ির বাইরে যেতে পারবে। কেউ তো আবার নিজে ব্যাবসা করার স্বপ্ন দেখতে শুরু করেছেন।
শান্তনু ঠাকুর বলেন, বিশেষ ভাবে সক্ষম মানুষেরা যত বেশি বাইরে বেড়োবে তাদের তত বেশি মানষিকতা ভালো থাকবে। সেই সমস্ত দিকে লক্ষ রেখে তাদের এই সরঞ্জাম দেওয়া হল। আগামীতে বনগাঁ লোকসভার বিভিন্ন ব্লকে এই কাজ করা হবে।