অবতক খবর,১৮ এপ্রিলঃ কেওটায় জুপিটার সংলগ্ন এলাকার মানুষ বেআইনিভাবে জমি দখলের অভিযোগ তুললেন জুপিটার কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে ব্যান্ডেল মণ্ডল বিজেপি সভাপতি প্রভাত গুপ্তার নেতৃত্বে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আজ বিকেল চারটে নাগাদ কেওটা বটতলা মোড় থেকে একটি মিছিল করে জুপিটার কারখানার সামনে যায় এবং ওই কারখানার জন্য কিছু স্থানীয় সমস্যা তৈরি হচ্ছে যা নিয়ে একটি স্মারকলিপির প্রদান করার আবেদন জানায়।
কিন্তু কারখানা কর্তৃপক্ষ গেট বন্ধ করে রাখায় স্থানীয় মানুষেরা বলপূর্বক কারখানার গেট খুলে ভেতরে ঢুকে পড়ে এবং বিভিন্ন সমস্যা নিয়ে স্লোগান দিতে থাকে কারখানার ভেতরে ঢুকে পরিস্থিতি সামাল দেয় ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির আধিকারিকরা।
এরপরে প্রভাত গুপ্তার নেতৃত্বে এক প্রতিনিধি টিম কারখানার মূল দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় সমস্যার বিষয়ে একটি স্মারকলিপীয় প্রদান করেন।