সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: ৯ জুন ::    শীতলকুচি ব্লকের গোসাইরহাট জিপির ২নং ওয়ার্ডের কয়েকজন কৃষক, শীতলকুচি কৃষি দপ্তরের পরামর্শে প্রায় সাড়ে নয় বিঘা জমিতে মেশিনের সাহায্যে বোরো ধান রোপন করেন। কৃষকদের অভিযোগ, পাশ্ববর্তী সকলের ধান স্বাভাবিক ভাবে ফলন হলেও তাদের জমিতে সরকারি পদ্ধতিতে ধান রোপন করায় ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

কৃষক বিনোদ বর্মনের অভিযোগ, ধানের গাছ ও শীষ সঠিকভাবে বেড় হলেও ফসলের দানা একদমই হয়নি। তার নিজের তিনবিঘা জমিতে ধানের শীষ পুড়ে যাবার মতোন হয়েছে। এমনকি সরকারি দপ্তরের অনুমোদিত মেশিনে এখানে আরো তিনজনের জমিতেও একইভাবে ফসল নষ্ট হয়ে গেছে। সেখানে আরো দুজন কৃষক, রঞ্জিত বর্মন ও যোগেন বর্মন একই অভিযোগ করেন, এবং তারা সকলে জানান ,জমির ফসল নষ্ট হবার দায় কৃষি দপ্তরকেই নিতে হবে এবং এর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এই মর্মে কৃষি দপ্তরে দরখাস্তও জমা করা হয়েছে। তবে কৃষি দপ্তর আজো এবিষয়ে কোনোরকম সদুত্তর জানায়নি।

অপরদিকে শীতলকুচি ব্লক কৃষি উন্নয়ন আধিকারিক প্রদীপ্ত ভৌমিক জানান, বিষয়টি অফিসের গোচরে আছে, তবে এবিষয়ে তদন্ত করে জানা গেছে ওই ধানগাছে একধরনে রোগের আক্রমণ হয়েছিল যা কৃষক সঠিক সময়ে তার প্রতিকার করেন নি। কৃষি আধিকারিক জানান এখন আর এবিষয়ে কিছু করার নেই। যা হয়েছে রোগের কারণেই হয়েছে।