জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:
মন্তেশ্বর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে আজ একটি একদিনের কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে কুলুট সমবায় সমিতির মিটিং হল ঘর প্রাঙ্গনে। কুলুট সমবায় সমিতিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে কালনা মহকুমার সহ কৃষি অধিকর্তা (বিষয়বস্তু) পবিত্র কুমার বিশ্বাস, মন্তেশ্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা হরষিত মজুমদার সহ এলাকার প্রায় শতাধিক চাষী উপস্থিত ছিলেন।
উপস্থিত মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান বলেন সামনে বোরো মরসুম। সেই সঙ্গে রবি ফসলেরও চাষ হয়। মন্তেশ্বর ব্লকের জলস্তর বিপদ সীমার মধ্যে আছে। চাষীরা যাতে অল্প জল খরচ করে চাষ করতে পারে, বীজ তলা তৈরী রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার প্রয়োগ, পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য কি কি প্রয়োজন এই সমস্ত বিষয়গুলি নিয়েই একদিনের প্রশিক্ষণ শিবিরে আলোচনা হয়েছে।