অবতক ,খবর সংবাদদাতা , মুর্শিদাবাদ :- আজ বহরমপুর জেলা বিজেপি পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য কিষান মোর্চা সভাপতি মহাদেব সরকার। তিনি জানান কেন্দ্রীয় যে কৃষি বিল নিয়ে এসেছে , তা কৃষকদের স্বার্থেই আনা হয়েছে। বাংলার কৃষকরা এই বিলের বিরোধিতা করেনি , কিছু পয়সাওয়ালা কৃষকরা এই বিলের বিরোধিতা করেছে বলে তিনি জানান।
সারা ভারতজুড়ে বামফ্রন্ট রাজ্যের বন্ধের ডাক দিয়েছিল , তাতে কোন প্রভাব ফেলতে পারেনি। পাঞ্জাব হরিয়ানা কৃষকদের সঙ্গে বাংলার কৃষক দের কোন মিল নেই।
কেন্দ্রীয় সরকারের কৃষক বিলের বিরোধি করছে তারা ব্যর্থ হবে । ৭৬লক্ষ কৃষককে বাংলা সরকার বঞ্চিত করেছে বাংলার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে বিভিন্ন প্রকল্প থেকে , তাই মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে এই কথাগুলো মানায় না বলে তিনি জানালেন। বাংলাতে যারা কৃষকদের পেটে লাথি মেরেছে , তাদের এই আন্দোলনে সামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানান।